তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কয়েকদিনের মধ্যে তথ্য কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
শনিবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনার নিয়ে এই কমিশন গঠিত হবে। দুজন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম এক জন নারী হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গণতন্ত্র, সুশাসন, স্বচ্ছতা এবং মানবাধিকারের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার বজায় রাখতে অবিলম্বে তথ্য ও মানবাধিকার কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।