দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার ও উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে সাক্ষাৎকালে দলটির পক্ষ থেকে এ দাবিগুলো উপস্থাপন করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমরা উপদেষ্টার সঙ্গে দীর্ঘ আলোচনা করে সেই প্রকৃত চিত্র তুলে ধরেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান দাবি ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ। কারণ, জাতি গঠনের মেরুদণ্ড যদি শিক্ষা হয়, তবে শিক্ষার মেরুদণ্ড হলেন শিক্ষক। তাদের দুর্বল রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়।’
মজিবুর রহমান বলেন, ‘শিক্ষা উপদেষ্টা আমাদের দাবি গুরুত্বসহকারে শুনেছেন এবং জানিয়েছেন, ভবিষ্যতে আরও আলোচনা করে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।’
অন্যান্য দাবির মধ্যে রয়েছে- ননএমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা, অবসরে যাওয়া শিক্ষকদের যথাসময়ে অবসর ভাতা নিশ্চিত করা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তকরণ, সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী পাঠ্যসূচি পুনর্গঠন।
প্রতিনিধিদলে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ দলটির একাধিক নেতা উপস্থিত ছিলেন।