ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি উভয় দেশকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথ অনুসরণের আহ্বান জানান। সামরিক হামলার নিন্দা জানিয়ে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
তারেক রহমান বলেন, ‘সবার জন্য মঙ্গলজনক একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলার জন্য পারস্পরিক স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে এগিয়ে আসা জরুরি।’
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান বিরোধ বেড়েছে।
সর্বশেষ, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে ভারত হামলা চালায়, যাকে পাকিস্তান “যুদ্ধ ঘোষণা” হিসেবে আখ্যায়িত করেছে। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করা হয়েছে।