দেশীয় নায়িকাদের প্রতি বেশি আস্থা রাখতে পারছেন না ঢালিউড মেগাস্টার শাকিব খান। এমনকি ভারতীয় নায়িকাদের ব্যাপারেও তার আগ্রহ কমছে। ইতিমধ্যে শুভশ্রী, শ্রাবন্তী, সায়ন্তিকাসহ সব শেষ ইধিকা পালের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে বাংলাদেশ-ভারতের গণ্ডি পেরিয়ে পাকিস্তানি নায়িকা খুঁজছেন শাকিব খান।
শাকিবের হাতে বর্তমানে বেশকিছু ছবি রয়েছে। এর মধ্যে ‘তুফান ২’ নিশ্চিতভাবে হচ্ছে। রায়হান রাফি পরিচালিত ছবিটি ২০২৪ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘তুফান’-এর সিক্যুয়েল। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসভিএফ ও বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট। মুক্তির সম্ভাব্য সময় আগামী বছরের ঈদুল ফিতর। অন্য ছবিগুলোর পরিচালক সাকিব ফরহাদ, মেহেদী হাসান হৃদয়, আসিফ আকবর ও আবু হায়াত মাহমুদ। শাকিব এসব ছবির পরিচালক-প্রযোজকদের এখন তাগাদা দিচ্ছেন পাকিস্তানি নায়িকার সঙ্গে মিটিং ঠিক করতে।
জানা গেছে, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘ওয়ান্স আপন টাইম ইন ঢাকা’ ছবির প্রযোজক শিরিন সুলতানা বেশ কিছু পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন। সাবা কামার, মায়া আলী, মাহিরা খানসহ বেশ কিছু পাকিস্তানি নায়িকা এ তালিকায় রয়েছেন। ছবিটির জন্য শুরুতে কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকারের নাম শোনা গিয়েছিল। এমনকি বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার কথাও বাজারে ছড়িয়েছিল। কিন্তু কিছু ‘বিশেষ কারণে’ নাকি শাকিবের দৃষ্টি পাকিস্তানের দিকে।
আবু হায়াত মাহমুদ অবশ্য বলছেন, ‘আমরা বর্তমানে ছবিটির গল্প ও চিত্রনাট্য ঠিক করার কাজ করছি। শাকিব খানকে আপাতত চূড়ান্ত করেছি। নায়িকা বা অন্যান্য চরিত্রের জন্য অনেকের সঙ্গে কথা হয়েছে। এখন সেটা দেশের নাকি বিদেশের সময়মত জানিয়ে দিবো।’
শাকিব খানের পাকিস্তানি নায়িকা প্রীতির কারণ হিসেবে জানা গেছে কিছু কারণ। দেশের তরুণ প্রজন্ম বিশেষ করে যারা শাকিব ভক্ত তাদের মধ্যে বিশাল একটা অংশ পাকিস্তানি ড্রামা, সিরিয়ালের নিয়মিত দর্শক। ফেসবুকে বিভিন্ন ফ্যান গ্রুপগুলোতে পাকিস্তানি নায়িকাদের সঙ্গে শাকিবের জুটি চেয়ে বেশ কিছু পোস্টও দিয়েছে তারা।
ভক্তদের এসব পোস্ট শাকিবের চোখে পড়েছে। তিনি তার কাছের সকল পরিচালককে বলেছেন পাকিস্তানের নায়িকাদের সঙ্গে কথা বলতে। শাকিবের ইচ্ছে তাদের সঙ্গে রোমান্টিক কোনো ছবি করতে। তার এ বিশ্বাস দৃঢ় হয়েছে ‘প্রিয়তমা’-তে কলকাতার নায়িকা ইধিকা পালের সঙ্গে তার জুটি জনপ্রিয়তা পাওয়ার পর।
শুধু নতুন বিদেশি নায়িকার সঙ্গে জুটির সফলতা নয়, পাকিস্তানে বাংলাদেশি ছবির একটি বাজার সৃষ্টিও তার লক্ষ্য। এর আগে তার ‘তুফান’ উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিলেও ব্যবসায়িকভাবে খুব একটা ভালো করেনি। শাকিবের বিশ্বাস, পাকিস্তানি নায়িকা হলে এবার আর সে পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়ায় এখন যেমন বাংলাদেশি ছবির একটি ভালো বাজার তৈরি হয়েছে, তেমনি পাকিস্তানেও হবে।