ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ দেখতে রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছেন। ঈদুল ফিতরে মুক্তির দিন থেকে রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। এর টিকিট পেতে হিমশিম খেতে হচ্ছে দর্শকদের। এমন উন্মাদনার মধ্যেই ছবিটিকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। ভারতীয় চিত্রগ্রাহক শৈলেশ আওয়াস্থীর একাধিক মন্তব্য এই বিতর্কের জন্ম দিয়েছে। এ কারণে সামাজিক মাধ্যমে বলাবলি হচ্ছে, পরিচালক হিসেবে ছোট পর্দার তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নাম ও চিত্রগ্রাহক হিসেবে রাজু রাজের নাম ব্যবহার হলেও মূলত সব কাজই করেছেন শৈলেশ!
মেহেদী হাসান হৃদয়ের একটি পোস্টে মন্তব্যের ঘরে শৈলেশ আওয়াস্থী দাবি করেন, ‘বরবাদ’ ছবির চিত্রগ্রাহক তিনিই। এছাড়া সৃজনশীল বিভিন্ন দিক তুলে ধরেছি। কিন্তু তাকে এসবের কৃতিত্ব দেওয়া হয়নি। এরপর বিতর্কের ঝড় বয়ে গেছে।
তবে রোববার (৬ এপ্রিল) গণমাধ্যমকর্মী ও ঢালিউড পরিবারকে উদ্দেশ করে মেহেদী হাসান হৃদয়কে ছোট ভাই সম্বোধন করে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে শৈলেশ আওয়াস্থী লিখেছেন, ‘পরিচালক ও আমার ছোট ভাই হৃদয় আর আমার মধ্যে পরিষ্কার ভুল বোঝাবুঝি হয়েছিলো। সেগুলো এখন মিটে গেছে। আমরা পরিবারের মতো। তাই যেকোনো পরিবারর মতো আমাদের মধ্যেও মতের অমিল দেখা দেয়। কিন্তু পরক্ষণেই আমরা আবার একসঙ্গে বসে খাবার ভাগাভাগি করি। আমাদের বন্ধন এমনই।’
শৈলেশ আওয়াস্থীর অভিযোগ, ‘দুঃখজনক হলো, আমাদের মধ্যকার ভুল বোঝাবুঝির পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। সবাইকে অনুরোধ করছি, ‘বরবাদ’ ছবিটি নিয়ে অযথা সমস্যা পাকাবেন না।’
এরপর শৈলেশ যোগ করেন, ‘ছবিটিতে চিত্রগ্রাহক হিসেবে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। পুরোপুরি নিষ্ঠার সঙ্গে কাজটি করেছি। সৃজনশীল মতামত ও কল্পনা তুলে ধরা স্বাভাবিকভাবেই একজন চিত্রগ্রাহকের দায়িত্ব। এটাই তার কাজের অংশ। তাই এই বিষয়টিকে গুজব কিংবা নেতিবাচক কথা ছড়াবেন না।’
মেহেদী হাসান হৃদয়ের প্রশংসা করে শৈলেশ আওয়াস্থী লিখেছেন, ‘পরিচালক হিসেবে হৃদয় অসাধারণ কাজ করেছেন ও আমি তার প্রচেষ্টাকে সর্বাত্মকভাবে সম্মান করি। আমাদের ছবির চমৎকার দুই প্রযোজক শাহরীন ও আজিম ভাইকে বিশেষ ধন্যবাদ। চলচ্চিত্র নির্মাণের পুরো প্রক্রিয়া জুড়ে তারা আমাদের মা-বাবার মতো সমর্থন দিয়েছেন। তাদের আস্থা ও তদারকি আমাদের বড় স্বপ্ন দেখতে ও বড় পরিসরে চলচ্চিত্র তৈরিতে সহায়তা করেছে।’
ফেসবুক পোস্টে অনলাইন মিডিয়ার প্রতি শৈলেশ আওয়াস্থী বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন এভাবে, ‘দয়া করে গুজব ছড়াবেন না কিংবা সস্তা প্রচারণার জন্য বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করি। বাংলা চলচ্চিত্র চিরকাল বাঁচুক। আসুন আমরা একসঙ্গে এগিয়ে যাই।’
প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের এই সিনেমার বাজেট ১৫ কোটি টাকা। এর বুকিং মানি সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত এসেছে। ফলে একক প্রেক্ষাগৃহে মুক্তির আগে টেবিল কালেকশন থেকেই লগ্নির এক-তৃতীয়াংশের বেশি পেয়ে গেছেন তারা। মাল্টিপ্লেক্স ও একক প্রেক্ষাগৃহ মিলিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের ১২০টি সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘বরবাদ’।
‘বরবাদ’ সিনেমায় আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ‘প্রিয়তমা’ মুক্তির প্রায় দুই বছর পর ‘বরবাদ’ সিনেমায় শাকিবের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। নীতু চরিত্রে অভিনয় করেছেন তিনি। নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। জিল্লু চরিত্রে অভিনয় করেছেন ভারতের শ্যাম ভট্টাচার্য। সিনেমাটিতে অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মানব সাচদেব।
সিনেমাটিতে প্রীতম হাসানের লেখা, সুর করা ও গাওয়া ‘চাঁদ মামা’ গানে শাকিবের সঙ্গে নেচেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান।