ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার হওয়ার পর ‘তুফান’, ‘বরবাদ’ও রেকর্ড ব্যবসা করেছে। তবে হিসেব-নিকেশ কিছুটা পাল্টে গেছে ‘তাণ্ডব’ আশানুরূপ ব্যবসা না করায়। জানা গেছে, সিনেমাটি মাল্টিপ্লেক্সগুলো থেকে ৭ কোটি টাকার উপরে আয় করেছে। যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে শাকিব একচেটিয়া দাপট ছিল, সেখানে এবার কিছুটা খরা গেছে। সবকিছু মিলিয়ে শাকিব তার পরবর্তী সিনেমা কী হবে, তা নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছেন না।
সিনে ইন্ডাস্ট্রিতে চলতি খবর অনুযায়ী, শাকিবের হাতে এ মুহূর্তে চারটি সিনেমা রয়েছে। এগুলোর মধ্যে রায়হান রাফির পরিচালনায় ‘তুফান ২’-এর নাম জানা গেছে। যেটি প্রযোজনা করবে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। সিনেমাটি আগামী বছরের কোরবানির ঈদকে টার্গেট করে নির্মাণ করা হবে। এটি ২০২৪ সালের কোরবানির ঈদের ব্লকবাস্টার ‘তুফান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হবে।
বাকিগুলোর নাম জানা না গেলেও পরিচালকদের নাম জানা গেছে। এরা হচ্ছেন সাকিব ফাহাদ, মেহেদী হাসান হৃদয় ও আসিফ আকবর।
জানা গেছে, সবার আগে সাকিব ফাহাদের সিনেমাটি করবেন শাকিব। বর্তমানে সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লেখার কাজ চলছে। শাকিব খান এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের জন্য যাওয়ার কথা রয়েছে। ওখান থেকে ফিরে সিনেমাটির শুটিং করার কথা রয়েছে। এতে তাকে একজন সাবেক সেনা কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। এটি ডিসেম্বরে মুক্তির টার্গেট রয়েছে প্রযোজকের।
যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূত পরিচালক আসিফ আকবরের সঙ্গে সখ্যতা হয় শাকিব খানের। সেখানেই আসিফ তাকে নিয়ে সিনেমা করার প্রস্তাব দেন। এটি হলিউড ও বাংলাদেশের প্রযোজনায় নির্মিত হবে। সিনেমা-সংশ্লিষ্টরা জানাচ্ছেন, তারা এখনও এর চিত্রনাট্য লেখার কাজ শেষ করতে পারেননি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মাঝামাঝি সিনেমাটির শুটিং শুরু হবে।
এ বছরের ঈদুল ফিতরে রেকর্ড ব্যবসা করেছে ‘বরবাদ’। প্রযোজক শাহরিন আক্তার সুমির ভাষ্যে, সিনেমাটির বক্স অফিস আয় প্রায় ৭৫ কোটি। এর সফলতার পর শাকিব নিজেই ঘোষণা দিয়েছিলেন, একই প্রযোজকের পরবর্তী সিনেমাটি তিনি করছেন। পরিচালকও থাকছেন আগের মতো মেহেদী হাসান হৃদয়। এটিও আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির টার্গেট।
শাকিবের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তার পরবর্তী শিডিউল এভাবে সাজানো হলেও যে কোনো মুহূর্তে পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে। মূলত পর পর দুটি সিনেমা ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ পাইরেসির কবলে পড়ায় তিনি ঈদ ছাড়াও পর্দায় আসার চিন্তা করছেন। সেক্ষেত্রে সাকিব ফাহাদের সিনেমার পরেও অন্য আরেকটি সিনেমা আসতে পারে।