শাকিবের ‘তাণ্ডব’ পূর্বাভাসে চমক জয়া আহসান

টাইমস রিপোর্ট
4 Min Read
‘তাণ্ডব’ চলচ্চিত্রের দৃশ্যে শাকিব খান ও জয়া আহসান । ছবি: চরকি

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ চলচ্চিত্রে তার নায়িকা কে হচ্ছেন সেই বিষয়ে ভক্তদের অনেক কৌতূহল ছিল। কয়েকদিন আগে নায়কের সঙ্গে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া গুঞ্জন ছড়িয়েছে, ছবিটিতে আরেক নায়িকা থাকছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কিন্তু আনুষ্ঠানিকভাবে নায়িকাদের নাম নিয়ে মুখ খোলেনি সংশ্লিষ্ট কেউই। অবশেষে ‘তাণ্ডব’ পূর্বাভাস প্রকাশ্যে আসতেই গুঞ্জন সত্যি হয়ে ধরা দিলো। রোববার ১ মিনিট ৪১ সেকেন্ডের এই টিজার প্রকাশিত হয়েছে।

‘তাণ্ডব’ পূর্বাভাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘সিনেকম্পন শুরু হতে চলেছে। চরম বিশৃঙ্খলার পুরোপুরি নতুন রূপের মুখোমুখি হোন! “তাণ্ডব”-এর বহুল প্রতীক্ষিত পূর্বাভাস দেওয়া হলো। এই ঈদুল আজহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে।’

‘তাণ্ডব’ পরিচালনা করেছেন রায়হান রাফী। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজার পোস্ট করে তিনি লিখেছেন, ‘তাণ্ডব শোতে স্বাগতম! সমগ্র দেশ জুড়ে জারি হলো ১০ নম্বর মহা বিপদ সংকেত। “তাণ্ডব” পূর্বাভাস।’

রায়হান রাফী বলেন, ‘এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। কারণ বড় পর্দায় “তাণ্ডব” উঠতে যাচ্ছে। ফলে এর সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়।’

‘তাণ্ডব’ চলচ্চিত্রের দৃশ্যে শাকিব খান । ছবি: চরকি

পূর্বাভাস জুড়ে শাকিবের দৌরাত্ম্য চোখে পড়ার মতো। তাকে ছোট চুলে নতুন ঢঙে দেখে ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। এর আগে ‘তাণ্ডব’-এর ফার্স্ট লুক পোস্টারে শরীরে আগুন নিয়ে তার হেঁটে আসার ভঙ্গি ভক্তদের প্রত্যাশা বাড়িয়েছে।

টিজারে মাত্র একটি দৃশ্যে আছেন জয়া আহসান। পরিপাটি পোশাক ও তীক্ষ্ণ দৃষ্টিতে অস্ত্র হাতে দেখা গেছে তাকে।

‘তাণ্ডব’ চলচ্চিত্রের দৃশ্যে শাকিব খান ও জয়া আহসান । ছবি: চরকি

শাকিব ও জয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ (২০১৩) ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। ১০ বছর পর আবার একই ফ্রেমে বড় পর্দায় দেখা যাবে তাদের।

পূর্বাভাসের বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিবসহ অনেককেই এই মাস্ক পরা অবস্থায় দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, সেই ব্যাখ্যা পাওয়া যাবে বড় পর্দায়। এ নিয়ে কোনো ধরনের ইঙ্গিত দেওয়া হয়নি।

‘তাণ্ডব’ চলচ্চিত্রের দৃশ্য । ছবি: চরকি

শাকিব খান ও রায়হান রাফী এর আগে ‘তুফান’ ছবির মাধ্যমে বক্স অফিসে ঝড় বইয়ে দিয়েছেন। এবার তারা ‘তাণ্ডব’ চালাতে আসছেন! আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে ছবিটি।

গত দুই কোরবানি ঈদে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ সুপারহিট হয়েছে। এবারও ব্যবসায়িক সাফল্যের ব্যাপারে তিনি আশাবাদী। তার ভাষ্য, ‘এবারের কাজটি এমনভাবে করতে চেয়েছি যা দেশীয় চলচ্চিত্রে আগে কেউ দেখেনি। দর্শকদের ভালো কিছু দেয়ার প্রত্যয় সবসময় থাকে আমার। এবারও দর্শকরা নতুন কিছু পাবেন।’

ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

‘তাণ্ডব’ চলচ্চিত্রের দৃশ্যে শাকিব খান । ছবি: চরকি

এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ‘মাত্র তো ছবিটির কিছু দৃশ্য দেখলেন দর্শকরা। এতে করে তাদের মধ্যে একরকম আগ্রহ তৈরি হতে পারে। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য আরো অনেক কিছুই আসবে। সেগুলো দর্শকদের ভালো লাগবে আশা করি। আমাদের লক্ষ্য হলো, ছবিটি দেখে যেন দর্শকরা তৃপ্ত হয়। তাহলেই আমরা সার্থক।’

‘তাণ্ডব’-এর অন্য অভিনয়শিল্পীদের নাম শিগগিরই জানাবেন সংশ্লিষ্ট প্রযোজকেরা। একে একে প্রকাশিত হবে ছবিটি কয়েকটি প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরো চমকে দেবে বলে আশাবাদী নির্মাতা রায়হান রাফী।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদ উৎসবে বা যেকোনো সময়ে দর্শকের উচ্ছ্বসিত করে কিংবা ইন্ড্রাস্ট্রিকে এগিয়ে নেয় যেসব চলচ্চিত্র, “তাণ্ডব” তেমন একটি প্রচেষ্টা। আশা করি, ছবিটিকে কেন্দ্র করে দর্শকরা ফিল্ম-ফান-ফুর্তিতে মেতে উঠবেন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *