শাকিবের আগামী ঈদের ছবি ‘প্রিন্স’

টাইমস রিপোর্ট
2 Min Read
শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢালিউড ইন্ডাস্ট্রিতে তিনি বহু আগে থেকেই ‘প্রিন্স’। আর তাই তো তার পরবর্তী সিনেমার নামও ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। আবু হায়াত মাহমুদ পরিচালিত শাকিব খানের এ সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে।

কয়েকদিন আগে ছবিটিতে শাকিব খানকে চুক্তিবদ্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন প্রযোজক শিরিন সুলতানা। তখন বলেছিলেন, ছবিটির নাম খুব শিগগিরই জানানো হবে।

প্রযোজনা সংস্থার একটি সূত্র টাইমস অব বাংলাদেশকে জানিয়েছে, দু-একদিনের মধ্যে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হবে। সেখানেই ছবির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বছর দুয়েক আগে শরীফুল রাজকে নিয়ে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ ছবির ঘোষণা দিয়েছিলেন পরিচালক। তখন জানানো হয়েছিলো ছবিটি কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে নির্মিত হবে। তবে এক অফিসিয়াল বিবৃতিতে প্রযোজনা সংস্থা বলেছে, ‘আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে।’

ছবিটিতে শাকিব খানের বিপরীতে থাকার কথা ছিলো কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকারের। তবে পরবর্তীতে শোনা গেছে, শাকিব বাংলাদেশ বা ভারতীয় নায়িকা নন এবার তার সিনেমায় চান পাকিস্তানি নায়িকা। তার চাহিদায় প্রযোজনা সংস্থা ইতোমধ্যে বেশ কয়েকজন পাকিস্তানি নায়িকার সঙ্গে কথা বলেছেন।

এ ছবিতে শাকিব খান রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন। তিনি প্রাথমিক অবস্থায় ৩ কোটি টাকা পারিশ্রমিক চাইলেও শেষ পর্যন্ত আড়াই কোটিতে রাজি হয়েছিলেন। এর মধ্যে ২ কোটি টাকা অগ্রিম নিয়েছেন।

বর্তমানে গ্রীণ কার্ডের শর্তাবলী পূরণের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখানে তিনি তার ছোট ছেলে শেহজাদ খান বীর ও সাবেক স্ত্রী বুবলীর সঙ্গে সময় পার করছেন। যুক্তরাষ্ট্র থেকে আগামী মাসে দেশে ফেরার কথা রয়েছে তার। সব মিলিয়ে আগামী অক্টোবরে ‘প্রিন্স’-র শুটিং শুরুর পরিকল্পনা পরিচালকের।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *