ইসরায়েলের হাইফা ও তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই হামলার কথা জানিয়েছে।
আইআরজিসি জানায়, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরে হামলা শুরু হয়েছে। সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্প-সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে নতুন একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।
ড্রোন অভিযান চলমান রয়েছে, যেখানে ১০০টিরও বেশি ধরনের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হচ্ছে, জানায় আইআরজিসি।
বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, তারা ইসরায়েলের সামরিক ও সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়াবে।
ইসরায়েলের দক্ষিণের বিরশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টার লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান।
জাতিসংঘের ইরানি মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে বলেছে, ইসরায়েল ‘মিথ্যা দাবি’ করেছে এবং এটা ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করছে তারা।
ইরানের হামলাগুলো ‘সুনির্দিষ্ট’ ও শুধু ‘ইরানের ওপর ইসরায়েলের আক্রমণে সরাসরি জড়িত এবং সমর্থনকারী স্থাপনাগুলোকে লক্ষ্য করেই চালানো হয়েছে’ বলেও বলা হয়েছে।
এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ‘বিস্ফোরণ’ হাসপাতালের ‘সামান্য ক্ষতি’ করেছে।
হাসপাতালে হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের এই হামলা ‘ইচ্ছাকৃত’ এবং ‘অপরাধমূলক’।
এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে ইরানের হামলায় ২৭১ জন আহত হয়েছেন, যার মধ্যে ৭১ জনই আহত হন সোরোকা হাসপাতালে হামলার ঘটনায়।