ছোটপর্দায় অল্প সময়ে বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এ অভিনেত্রী বর্তমানে অবকাশ যাপনে রয়েছেন কানাডায়। এর মধ্যেই তিনি নাট্যপ্রযোজনা সংস্থা লেজার ভিশনের বিরুদ্ধে এনেছেন গুরুতর অভিযোগ।
এ অভিনেত্রীর দাবি, অনুমতি না নিয়ে তার ছবির সঙ্গে ‘আপত্তিকর জোকস’ লিখে পোষ্ট করা হচ্ছে প্রযোজনা সংস্থাটির ফেসবুক পেজে। পরে প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এটি অনিচ্ছাকৃত ভুল।
বিষয়টি নিয়ে রোববার রাতে ফেসবুকে হিমি লেখেন, ‘লেজার ভিশন লিমিটেড, আপনাদের ভিউ/ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে।’
প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে তার যে কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কোনো নাটকের ডায়লগ নয় বলেও জানিয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি।
তিনি লিখেছেন, ‘আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি, আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।’
হিমি বলেন, ‘বিষয়টি নিয়ে তারা হয়তো দর্শকদের যুক্ত করতে চাইছে কিন্তু আমার কাছে জিনিসটা মোটেও মজার কিছু না। একেবারেই সস্তা প্রচারণা। এতে আমার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলছেন নেটিজেনরা। পরিচিতদের অনেকেই ফোন করে বিষয়টি জানাচ্ছেন। সে কারণেই আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। আশা করি এরপর থেকে শুধু লেজার ভিশন না অন্যরাও সচেতন হবেন। অন্যথায় আমি আমার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভাবব।’
বিষয়টি নিয়ে লেজার ভিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা লেজার ভিশন সবসময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি এবং সকল শিল্পী কলাকুশলী সবাইকে আমরা সম্মানের চোখে দেখি!
অভিনেত্রী হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। আগামীতে এ ধরণের ভুল আর কখনো হবে না।’
পরে আরেকটি পোস্ট করে হিমি লিখেছেন, ‘ভুল বুঝতে পেরে সব ফটোকার্ড রিমোভ করে দিয়েছে লেজার ভিশন। প্রতিষ্ঠানটিকে অনেক অনেক ধন্যবাদ।’