লিঙ্গসমতায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বড় অগ্রগতি: ডব্লিউইএফ

টাইমস রিপোর্ট
2 Min Read
কারখানায় উৎপাদন লাইনে নারী শ্রমিকরা। ছবি: ইউএনবি
Highlights
  • এ বছরের সূচকেও প্রথম অবস্থানে রয়েছে আইসল্যান্ড। এ নিয়ে দেশটি টানা ১৬ বছর ধরে সূচকের শীর্ষস্থান ধরে রেখেছে।

লিঙ্গসমতায় বড় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বিশ্বের ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ ২৪তম স্থানে উঠে এসেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার ওপরে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২৫ সালের লিঙ্গ বৈষম্য সূচকে ৭৭ দশমিক ৫ শতাংশ স্কোর নিয়ে বাংলাদেশ এ অবস্থান অর্জন করে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৫’-এ লিঙ্গসমতায় বাংলাদেশের এই অগ্রগতির চিত্র উঠে এসেছে। সুইজারল্যান্ডের জেনেভা থেকে ১১ জুন প্রতিবেদনটি প্রকাশিত হয়।

এ বছরের সূচকেও প্রথম অবস্থানে রয়েছে আইসল্যান্ড। এ নিয়ে দেশটি টানা ১৬ বছর ধরে সূচকের শীর্ষস্থান ধরে রেখেছে।

এ সূচকে সবার শেষে, ১৪৮তম, রয়েছে পাকিস্তান। ভারতের অবস্থান ১৩১তম। সূচকের শীর্ষ ৫০টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে শুধু বাংলাদেশই রয়েছে।

অঞ্চলগতভাবে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে সবার ওপরে রয়েছে বাংলাদেশ। এরপরে যথাক্রমে রয়েছে—ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো—অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।

২০২৪ সালের প্রতিবেদনে বৈশ্বিক লিঙ্গসমতার সূচকে ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৯৯তম। গত বছর বার্ষিক এই সূচকে বাংলাদেশের ৪০ ধাপ অবনতি ঘটেছিল। ২০২৫ সালের সূচকে বাংলাদেশের ৭৫ ধাপ অগ্রগতি হয়েছে। সূচকে এক বছরে সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ।

প্রতিবেদনের ভূমিকায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জাহিদি বলেন, লিঙ্গসমতায় বিনিয়োগ আরও প্রাণবন্ত, সমৃদ্ধ ও উৎপাদনশীল অর্থনীতি গড়তে সহায়তা করতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *