যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্রিটিশ হাউজ অব পার্লামেন্টের সামনের রাস্তায় এ বিক্ষোভ দেখান।
বিক্ষোভে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান, আবু জাহির, শফিকুর রহমান চৌধুরী, রঞ্জিত সরকার অংশ নেন।
তারা ইউনূসের ছবিসহ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাংলাদেশে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে সরকারপতনের পর।
চার দিনে এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ইতোমধ্যে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ প্রতিনিধিদল, কমনওয়েলথ মহাসচিব এবং এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বৈঠক করেছেন।
এছাড়া শুক্রবার মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠেয় এ দ্বিপক্ষীয় বৈঠকটিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন।
১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।