‘লন্ডনের সিদ্ধান্ত’ ইসিকে জানাতে বললেন সালাহউদ্দিন

টাইমস রিপোর্ট
3 Min Read
নাগরিক ঐক্যের আলোচনা সভায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের মাধ্যমে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তা দ্রুত নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোমবার এ আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য।

সভায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘অন্তবর্তী সরকারকে বলবো, জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্স ফরমেশনে যেতে পারি সে রকম কার্য্ক্রম আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই নির্বাচন কমিশনকে যথাযথ প্রক্রিয়ায় জানাবেন বলে আশা করি। যাতে ইসি জনগণের সামনে বলতে পারে, তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক বার্তা পেয়েছে।’

সরকারের বৈধতা বিষয়ে তিনি বলেন, ‘অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং সংবিধানিক বৈধতা আছে। আর্টিক্যাল ১০৬ অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মন্ডলী। সংবিধান যেহেতু এখন চালু আছে, সাংবিধানিকভাবে এই সরকার চলছে।’

‘সংবিধান যেভাবে বলেছে, উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। মন্ত্রী হওয়ার জন্য আর্টিক্যাল ৬৬ অনুসারে সংসদ সদস্য হওয়ার যেসব যোগ্যতা থাকতে হয়, সেটা উপদেষ্টা মন্ডলীকে মাথায় রাখতে বলবো। সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টি অনুমোদন করেনি এবং আরও অনেক বিষয় আছে।’

পরবর্তী সংসদের মাধ্যমে বর্তমান সরকারের অনেক কাজের স্বীকৃতি ও বৈধতা নিশ্চিত করতে হবে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘কনস্টিটিশনালি এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, – এটা আপনারা (অন্তর্বর্তী সরকার) মাথায় রাখবেন। রেটিফিকেশন লাগলে এই বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে, সেটাও আমরা বিবেচনা করবো।’

লন্ডনের বৈঠকে দায়মুক্তি বিষয়ক আলোচনার প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। সে বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘লন্ডনের বৈঠকে কারো দায় মুক্তির বিষয়ে আমাদের আলোচনার প্রসঙ্গ ছিল না।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

শুক্রবার (১৩ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ টেনে সোমবার (১৬ জুন) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্যের উদ্যোগে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শুক্রবার লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মত দেন, সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে। এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

পরবর্তীতে সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে বিভিন্ন প্রশ্ন করলে তিনি বলেন, ‘লন্ডনে যে ঘোষণাটা এসেছে, অন্যদের মতো আমি সংবাদমাধ্যম থেকে জেনেছি। এ নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। অফিসিয়ালি কোনও কিছু না এলে নির্বাচন বিষয়ে কিছু করা যাবে না।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *