রাহুল আনন্দকে ছাড়া ‘জলের গানের’ আসর

টাইমস রিপোর্ট
1 Min Read
'জলের গান'-এর কাণ্ডারি রাহুল আনন্দ। ছবি: সংগৃহীত

শনিবার (১৬ আগস্ট) একক গানের আসর নিয়ে মঞ্চে উঠছে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’। ধানমন্ডির ভিনটেজ কনভেনশন মিলনায়তনে আয়োজিত এ আসরের শিরোনাম ‘বৃষ্টি পরে টাপুর টুপুর’। এবারের আসরে থাকছে না দলটির কাণ্ডারি রাহুল আনন্দ।

ব্যান্ডটির অন্যতম সদস্য কনক আদিত্য এ ব্যাপারে বলেন, ‘আমাদের দুদশকের পথচলায় এমন ঘটনা খুব একটা হয়নি। রাহুল বছর খানেক ধরে ফ্রান্সে রয়েছেন। তাকে ছাড়া গেল বছর ছোট পরিসরে একটা আসর করেছিলাম। আসলে মঞ্চে উঠলেই আমরা বুঝতে পারি, সামথিং ইজ মিসিং।’

আয়োজনের যৌথ উদ্যোক্তা ‘জলের গান’ ও ‘ক্যাফে ভিনটেজ’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলার বর্ষা, বৃষ্টির সুর আর হৃদয়ের অনুভূতিকে কেন্দ্র করে সাজানো এই পরিবেশনায় থাকবে প্রকৃতি, ভালোবাসা ও জীবনের গল্প। নতুন ও পুরনো জনপ্রিয় গানগুলোতে শ্রোতাদের ভিন্ন এক আবেগময় সঙ্গীতযাত্রায় নিয়ে যাবে তারা।

‘বকুল ফুল’, ‘তোমার জন্য আকাশ ভরা তারা’, ‘এমন যদি হতো’সহ বহু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছে ‘জলের গান’।

এর আগে তারা ‘অতল জলের গান’ ও ‘পাতালপুরের গান’ নামে দুটি অ্যালবাম প্রকাশ করে শ্রোতাদের মন জয় করে। সবশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় তাদের তৃতীয় অ্যালবাম ‘নয়ন জলের গান’।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *