রাজশাহীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যার অভিযোগ

টাইমস ন্যাশনাল
1 Min Read
প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঋণের চাপে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে দিকে উপজেলার খাড়ইল গ্রামের একটি পানবরজ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আকবর হোসেন ওই গ্রামের লুকমান আলীর ছেলে। তিনি পেশায় কৃষিকাজ ও পান চাষ করতেন।

স্থানীয়রা জানান, আকবর হোসেন বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ নেন। এর মধ্যে এনজিও থেকেই চার লাখ টাকার বেশি ঋণ ছিল। সম্প্রতি পান চাষে লোকসান হওয়ায় ঋণের কিস্তি শোধ করতে পারছিলেন না। এতে মানসিক চাপে ভেঙে পড়েন তিনি।

নিহতের ছেলে সুজন বলেন, ‘এক বিঘা জমির পান বরজের আয় দিয়েই আমাদের সংসার চলত। কিন্তু এবার পান বিক্রি করে লোকসান হয়েছে। প্রতি সপ্তাহে ৫ হাজার টাকা কিস্তি দিতে হতো। এনজিওর লোকজন প্রতিদিন এসে চাপ দিতেন। শেষ পর্যন্ত ঋণের চাপে বাবা আত্মহত্যা করেছেন।’

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *