রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত দু’দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার গভীর রাতে উত্তরা ও ডেমরা থেকে দু’জন, উত্তরখান দুইজন, মিরপুর থেকে একজন এবং মদিনাবাগ থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এতে বলা হয়, এছাড়া ওই দিন খিলক্ষেত থেকে উত্তরা ওয়ার্ড ছাত্রলীগের এক নেতা, নিউমার্কেট থেকে আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের নেতা এবং খিলগাঁও থেকে বৈষম্যবিরোধীদের হামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার হাজারীবাগ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের প্রচার সেলের এক এডমিন এবং জুরাইন, নিকুঞ্জ-২, মতিঝিল, পল্টন, দক্ষিণ গোড়ান, গুলশান, রুপনগর, নিউমার্কেট ও শ্যামপুর থেকে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কয়েক আসামির বিরুদ্ধে বিমানবন্দরসহ ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।