রাঙামাটির জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নানা অভিযোগের তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশেষ অভিযান পরিচালনা করেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার সকালে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
দুদক জানিয়েছে, এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পের কাজ করছে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে নিম্নমানের কাজসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ উঠে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুদক।
অভিযানের সময় রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়া, সিডিউলসহ বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখেন দুদকের কর্মকর্তারা। পরে শহরের কুমার সুমিত রায় জিমনেয়িাম সংলগ্ন ও মাতৃমঙ্গল এলাকার নির্মাণকাজ পরিদর্শন করেন তারা।
এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া, দুদক রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক সওয়ার হোসেন ও বোরহান উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।