রবীন্দ্রজয়ন্তীর নাটকে তৌকীর আহমেদ

টাইমস রিপোর্ট
2 Min Read
‘সম্পত্তি সমর্পণ’ নাটকে তৌকীর আহমেদ । ছবি: বিটিভি

দীর্ঘদিন পর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিয়ে নাটকে অভিনয় করলেন তৌকীর আহমেদ। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য নির্মিত ‘সম্পত্তি সমর্পণ’-এ বৃন্দাবন কুণ্ড চরিত্রে দেখা যাবে তাকে। এর মাধ্যমে অনেকদিন পর বিটিভির জন্য কাজ করেছেন তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সম্পত্তি সমর্পণ’-এর নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। গল্পে দেখা যাবে, যজ্ঞনাথ কুন্ডু অত্যন্ত কৃপণ ব্যক্তি। তার কৃপণতার বহর এমনই যে অসুস্থতার সময় খরচের ভয়ে স্ত্রী ও পুত্রবধূর ওষুধ পর্যন্ত কিনতে চান না!

যজ্ঞনাথের পুত্রবধূ মারা যাওয়ার পর একমাত্র ছেলেও তাকে ছেড়ে চলে যায়। সঙ্গে নিয়ে যায় নাতি গোকুলকে। একমাত্র এই ছোট্ট শিশুটির প্রতি কিছুটা স্নেহ-ভালোবাসা ছিল যজ্ঞনাথের। কিন্তু তিনি জগতে সবচেয়ে ভালোবেসেছিলেন ঐশ্বর্য ও টাকা-পয়সাকে।

‘সম্পত্তি সমর্পণ’ নাটকে তৌকীর আহমেদ ও ফারজানা ছবি। ছবি: বিটিভি

কয়েক বছর পর নিতাই নামের একটি অনাথ ছেলেকে আশ্রয় দেন যজ্ঞনাথ। কিন্তু তিনি নিতাইকে প্রায়ই লোভ দেখাতেন এই বলে যে, তার টাকা-পয়সা সবই তাকে দিয়ে যাবেন। হঠাৎ একদিন রাতে ছোট্ট নিতাইকে নিয়ে যজ্ঞনাথ এক গুহার মধ্যে প্রবেশ করেন, যেখানে রাখা আছে তার সঞ্চিত ধন-সম্পদ। এরপর কী ঘটে দেখা যাবে নাটকে।

‘সম্পত্তি সমর্পণ’ নাটকে তৌকীর আহমেদ । ছবি: বিটিভি

অভিনেতা তৌকীর আহমেদ যুক্তরাষ্ট্রে পরিবারকেই বেশিরভাগ সময় দেন। গত ৮ এপ্রিল তিনি দেশে ফিরে ‘সম্পত্তি সমর্পণ’ নাটকের শুটিং করেন। এ প্রসঙ্গে তৌকীর টাইমস রিপোর্টকে বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও কাছের লোকেরা আশেপাশে ছিলেন। আমার শ্বশুর আবুল হায়াত এই নাটকের নাট্যরূপ দিয়েছেন, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন বুলু। সবার সঙ্গে দেখা হলো।’

‘সম্পত্তি সমর্পণ’ নাটকে তৌকীর আহমেদ ও ফারজানা ছবি। ছবি: বিটিভি

মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় ‘সম্পত্তি সমর্পণ’ নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ফারজানা ছবি, মোহাম্মদ বারী, কাজী জাহাঙ্গীর, সোহেল রশীদ, তুর্য, তামিমসহ অনেকে।

রবিঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ২৫ বৈশাখ বৃহস্পতিবার রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে নাটকটি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *