রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২, আহত ১৩

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি: এআই/টাইমস

রংপুরে একটি সারের দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও আহত হন অন্তত ১৩ জন।

বার্তাসংস্থা ইউএনবি জানায়, রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ আমতলা এলাকায় রোববার রাত ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে পীরগাছার জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮) নিহত হন।

স্থানীয়রা জানান, সাহাবাজ বাজারে নজর আলী নামে এক ব্যক্তি নতুন সারের দোকান দিয়েছেন। এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদের জন্য টাঙানো প্যান্ডেলের একটি বিদ্যুতায়িত বাঁশের সংস্পর্শে এসে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ শাহ বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *