যৌথ অভিযানে আটক ২০৪, অস্ত্র-শস্ত্র উদ্ধার

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: আইএসপিআর

সারাদেশে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ছয়দিনে মোট ২০৪ জন অভিযুক্ত অপরাধীকে আটক করেছে। অভিযানে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪১০ রাউন্ড গুলি, একটি সাউন্ড গ্রেনেডসহ বেশকিছু অস্ত্র-শস্ত্র, মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, গত ১৮ থেকে ২৩ এপ্রিল সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনে ইউনিটসমূহ পুলিশের সঙ্গে সমন্বয় করে দেশজুড়ে এই অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে হত্যা মামলার আসামি, অভিযুক্ত অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, চিহ্নিত দালালচক্রের সদস্য, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী রয়েছেন।

অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪১০ রাউন্ড গুলি, একটি সাউন্ড গ্রেনেড, চারটি ককটেল, ছয়টি দেশীয় হ্যান্ড বোমা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, স্বর্ণালংকার, মোটরসাইকেল, চোরাই মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরা, অবৈধ পাসপোর্ট, নিষিদ্ধ ওষুধ ও নগদ অর্থ।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, এছাড়া জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ প্রশমনে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের সঙ্গে সমঝোতা আলোচনায় অংশ নিচ্ছে এ বাহিনী। পাশাপাশি চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর নিরাপত্তায়ও সক্রিয় রয়েছে তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *