যুদ্ধবিরতি: ‘সরাসরি আলোচনার’ প্রস্তাব পুতিনের

টাইমস রিপোর্ট
1 Min Read
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এক্স

যুদ্ধবিরতির প্রশ্নে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে ‘সরাসরি আলোচনা’র প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, কোন বিলম্ব ছাড়াই, ১৫ মের মধ্যেই এটি শুরু হওয়া উচিত।

বিবিসি জানিয়েছে, শনিবার রাতে ক্রেমলিনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমরা গুরুত্বসহ আলোচনা চাই।’

‘সংঘাতের মূল কারণ উপড়ে ফেলতে এবং একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির দিকে এগিয়ে যাওয়া শুরু করতে চাই,’ যোগ করেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁসহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর করে রাশিয়াকে ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার আহবান জানানোর পর পুতিন ওই প্রস্তাব দিলেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বিষয়টি নিয়ে মস্কো চিন্তা করবে।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘কোনো ধরনের চাপ দেওয়া হবে নিতান্তই অর্থহীন’।

পুতিন তার বক্তব্যে বলেছেন, তিনি তুরস্কের রাজধানী ইস্তান্বুলে আলোচনা হওয়া উচিত বলে যে প্রস্তাব দিয়েছিলেন, সেটিকে এখনো উড়িয়ে দিচ্ছেন না।

তিনি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন নতুন যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে।’

পুতিনের এ প্রস্তাবের বিষয়ে কিয়েভ এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *