মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে এখন যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
সমাজ মাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া বিবৃতিতে ট্রাম্প এ ঘোষণা দেন। হোয়াইট হাউজ এক্স-এ ট্রাম্পের এ সংক্রান্ত পোস্ট শেয়ার করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েল ও ইরান একসঙ্গে, প্রায় একই সময়ে আমার কাছে এসে বলল, “শান্তি!” আমি তখনই বুঝেছিলাম—সময়টা এখনই। বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই এই শান্তির আসল বিজয়ী!’
‘উভয় দেশই ভবিষ্যতে অপার ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি অর্জন করবে। তাদের লাভ করার মতো অনেক কিছু আছে, আবার যদি তারা সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়, তাহলে হারানোর মতোও অনেক কিছু রয়েছে,’ যোগ করেন ট্রাম্প।
তিনি আরো বলেন, ‘ইসরায়েল ও ইরানের ভবিষ্যত সীমাহীন এবং প্রতিশ্রুতিতে ভরপুর। তোমাদের দু’জনকেই ঈশ্বরের আশীর্বাদ!’
বিবিসি’র খবরে বলা হয়, কয়েক ঘণ্টা আগেই এই যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। অন্যদিকে, ইরান জানিয়েছে, ইসরায়েল হামলা বন্ধ করলে তবেই তারা হামলা বন্ধ করবে।
মঙ্গলবার সকালে ইরান ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইসরায়েলের দাবি। এতে চারজন নিহত হন।
তেহরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে সাধারণ মানুষ। একজন বাসিন্দা বলেন, ‘আমি এখনো আতঙ্কিত।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, সোমবার কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর ‘চাপিয়ে দেওয়া হয়েছে’।
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে তারা কাতারে ওই হামলা চালায় তেহরান। তবে কাতার বলেছে, তারা ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনএন বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ‘শেষ দফা ক্ষেপণাস্ত্র’ ছোড়া হয়েছে।
এতে বলা হয়, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে ইসরায়েলের দিকে ‘শেষ দফায়’ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এর আগে উল্লেখ করা হয়েছিল, ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ শনাক্ত করেছে, যাতে অন্তত চারজন নিহত হয়েছেন।