ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন, ‘যতই শুল্ক আরোপ হোক না কেন, কৃষকের স্বার্থের সঙ্গে আপস করবে না ভারত।’
বৃহস্পতিবার দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা প্রদানকালে মোদি বলেন, ‘কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ভারত কখনও কৃষক, খামারি বা মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।’
ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়েও তিনি জানান, ‘আমি জানি, ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে। তবে আমি তার জন্য প্রস্তুত। কৃষক, পশু খামারি ও মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় ভারত সরকার সর্বদা প্রস্তুত।’
সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় বুধবার ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২৫ শতাংশ করে দু’দফায় শুল্ক বাড়ানোর পর এ নতুন শুল্ক চালু হয়, যা ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।
ভারতীয় কেন্দ্র সরকার আগে জানিয়েছিল, মোদি এবং ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক দুই দেশের স্বার্থে কাজে লাগানো হবে। তবে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ভারতের কৃষি ও দুগ্ধজাত পণ্যের রপ্তানিতে শুল্কই প্রধান অন্তরায় হিসেবে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে মোদির কৃষি স্বার্থকে সবার ওপরে রাখার মন্তব্যকে পাল্টা জবাব হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
অন্যদিকে, ভারতকে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং তেল আমদানি বজায় রাখলে ভারতসহ অন্যান্য দেশগুলোর ওপর আরও বিধিনিষেধ আরোপ করা হবে।’
বিশ্লেষকরা মনে করছেন, এমন অবস্থায় ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। তবে ভারতের বাণিজ্য প্রতিনিধিরা আশাবাদী, এ মাসেই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল দিল্লি আসবে।