ফিরতি ঈদ যাত্রায় যমুনা সেতুর দু’প্রান্তে ২০ কিলোমিটার পর্যন্ত যানজট

টাইমস রিপোর্ট
1 Min Read
যমুনা সেতুর পশ্চিম পাড়ে গাড়ির দীর্ঘ সারি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফিরতি ঈদ যাত্রায় যমুনা সেতুর দু’প্রান্তে যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই যানজট শনিবারও সেতুর পূর্ব প্রান্তে ২০ কিলোমিটার ও পশ্চিম প্রান্তে অন্তত ১৫ কিলোমিটার রাস্তাজুড়ে ছড়িয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় যমুনা সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে , তীব্র যানবাহনের চাপ এবং সেতুর ওপরসহ দুই প্রান্তের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ও যানবাহন বিকল হয়ে পড়ার কারণে মধ্যরাত থেকে যানজট শুরু হয়েছে। যা এখনও অব্যাহত আছে।

জানা গেছে, যানবাহনের সারি একপর্যায়ে সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের মির্জাপুর এবং পশ্চিম প্রান্ত থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত গিয়ে পৌঁছেছিল।

যমুনা সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মমকর্তা ফয়েজ আহম্মেদ জানান, রাতে পরিস্থিতির অবনতি ঘটলেও সকাল থেকে গাড়িগুলো সচল রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে বলে তিনি আশা করেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানিয়েছেন, দুর্ঘটনা ও গাড়ি বিকলসহ বিভিন্ন কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা মহাসড়কে কাজ করছি। আস্তে আস্তে যানজট কমে আসছে। মহাসড়কে এখনও যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে।

ঈদের আগের দু’দিন (৫ ও ৬ জুন) ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই প্রান্তে তীব্র যানজটে ভোগান্তির শিকার হয় ঘরে ফেরা মানুষ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *