অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম।
সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন। এনসিপির দায়িত্ব নেওয়ার আগে নাহিদ উপদেষ্টার পদ থেকে সরে যান।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাতের বিষয়টি নাহিদ ইসলাম নিশ্চিত করলেও সাক্ষাতের কারণ এবং আলোচনার বিষয়ে মন্তব্য করতে চাননি।
এদিন সন্ধ্যায় পৃথকভাবে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে গোপন সম্পর্কের অভিযোগ তুলে আলোচিত এই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপিসহ কয়েকটি সংগঠন। ঠিক সে সময়েই তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পদত্যাগসহ নানা রকম কথা প্রচার পায়।