লা মাসিয়ার বিস্ময়বালক লামিন ইয়ামালকে দেওয়া হচ্ছে বার্সেলোনার সেই কিংবদন্তি নম্বর ১০—যেটি এক সময় গায়ে চাপিয়েছিলেন লিওনেল মেসি, রোনালদিনহো, রিভালদোদের মতো মহাতারকারা।
স্প্যানিশ মিডিয়া Memorabilia1899-এর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুম থেকেই মেসির রেখে যাওয়া এই ঐতিহ্যবাহী জার্সি পরবেন ইয়ামাল। ১৭ বছর বয়সী এই তরুণ নতুন চুক্তিতে সই করবেন ২০২৫ সালের ১৩ জুলাই—নিজের ১৮তম জন্মদিনে। আর সেই চুক্তির রিলিজ ক্লজ? চোখ কপালে উঠার মতো—১ বিলিয়ন ইউরো!
১৯ নম্বর থেকে ১০ নম্বরে—মেসির পথে ইয়ামাল?
ইয়ামাল এখন যে ১৯ নম্বর জার্সি পরে খেলছেন, সেটাই এক সময় পরতেন এক তরুণ মেসি, ২০০৮ সালে ১০ নম্বর নেওয়ার আগে। ইতিহাস যেন নিজেই নিজেকে রিপ্লে করছে।
বার্সা ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তে একপ্রকার সীল মেরে দিয়েছে—চলতি মৌসুমে ধারাবাহিক ইনজুরি আর ফর্মহীনতায় ভোগা আনসু ফাতির ভবিষ্যৎ যাই হোক না কেন, ১০ নম্বর এখন ইয়ামালের জন্যই বরাদ্দ।
মাত্র ১৭ বছর বয়সে দু’টি লা লিগা শিরোপা, ৫৪ ম্যাচে ৪৩টি গোল ও অ্যাসিস্ট, এল ক্লাসিকোতে নির্ণায়ক গোল, এমনকি ব্যালন ডি’অর মনোনয়ন—এমন রেকর্ড গড়তে গড়তে ইয়ামাল যেন ফুটবলবিশ্বে ঝড় তুলেছেন।
মেসির সঙ্গে তুলনা উঠলেও ইয়ামাল নিজে বরাবরই নতজানু, বলছেন,
“আমি কারো সঙ্গে নিজেকে তুলনা করি না। আর মেসি? তিনি ইতিহাসের সেরা, তুলনার প্রশ্নই ওঠে না।”
বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে ইয়ামাল হতে যাচ্ছেন আক্রমণভাগের মূল চালিকাশক্তি। ক্লাবের বাণিজ্যিক শাখাও উচ্ছ্বসিত—আগাম খবর ছড়িয়ে পড়তেই ইয়ামালের ১০ নম্বর জার্সির অর্ডার রেকর্ড ছুঁই ছুঁই!
ইংল্যান্ডের মাঠে যাঁরা ফুটবল দেখেন, তাঁদের জন্যও এটা দারুণ খবর। কারণ ইয়ামালের পারফরম্যান্স প্রিমিয়ার লিগ জায়ান্টদের নজর কেড়েছে অনেক আগেই। তবে ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের পর এখন আর কেউ সহজে হাত বাড়াবে না—বার্সা বুঝিয়ে দিয়েছে, এই তরুণকে ঘিরেই গড়া হচ্ছে ভবিষ্যতের রাজত্ব।