মুজিববাদ ও ফ্যাসিবাদ নিঃশেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘গোপালগঞ্জে হামলা হয়েছে, আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না।’
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে এক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এ লড়াই শুধু প্রতিরোধের নয়, বরং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম।’
সভায় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘দেশ এখনো সত্যিকার অর্থে স্বাধীন নয়। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না। শুধু গোপালগঞ্জ নয়, যেখানে-সেখানে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশি-বিদেশি চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট রাজধানীর জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে। সেই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন তিনি।