কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) অভিযান চালিয়ে ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা (এমসিবিএ)।
এমসিবিএ’র বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার রাত ১টা থেকে সকার সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৮১ জন বিদেশিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযোগ রয়েছে, তাদের মধ্যে ৯৮ জন বাংলাদেশির হোটেল বুকিং ভুয়া; এছাড়া তাদের ফিরতি টিকিট ও ‘আর্থিক সক্ষমতা’ নেই।
এসব কারণে তাদের দেশটিতে প্রবেশ করতে না দিয়ে অন্য ফ্লাইটে ফেরত পাঠানো হয় ঢাকায়।
এমসিবিএ’র ধারণা, অভিযুক্ত ব্যক্তিরা পর্যটন ভিসায় মালয়েশিয়ায় ঢুকে অভিবাসন নীতি অমান্য করে ‘বেআইনিভাবে বসবাস’ ও কাজ করার পরিকল্পনা করছিলেন।
এর আগে ওই ৯৮ বাংলাদেশি ঢাকা থেকে একটি ভোরের ফ্লাইটে কুয়ালালামপুরে এসেছেন। দিনের বেলা কঠোর পরীক্ষা-নিরীক্ষা এড়াতে তারা ভোরে আসেন।
মালয়েশিয়ায় অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণ ও পর্যটন ভিসার অপব্যবহার ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে এমসিবিএ। সেই সঙ্গে বিমানবন্দরে নজরদারি কার্যক্রম আরও বাড়ানোরও নির্দেশ দিয়েছে সংস্থাটি।
গত ১২ ও ১৩ আগস্ট কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আরও ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া।