মালয়েশিয়ায় যে পরিমাণ বিদেশি শ্রমিক কাজ করেন তাদের একটি বড় অংশ বাংলাদেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত জুনের শেষ নাগাদ আট লাখের বেশি বাংলাদেশি শ্রমিক সেখানে বৈধ অনুমতিপত্র নিয়ে কাজ করছিলেন। যা মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশ।
সোমবার জাতীয় সংসদে দেওয়া এক প্রশ্নের লিখিত জবাবে এই পরিসংখ্যান জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার মঙ্গলবার এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখিত জবাবে বলেছে, ‘কোভিড-১৯ মহামারীর পর ২০২২ সালে সীমান্ত খুলে দেওয়া হলে ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেন।’
বিদেশি কর্মী নিয়োগ তরান্বিত ও সহজ করতে ২০২৩ সালে প্রক্রিয়া শিথিল করে মালয়েশিয়া সরকার। এই পরিকল্পনার অধীনে মোট ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন নতুন বাংলাদেশি কর্মী দেশটিতে কাজ শুরু করেন।
২০২২ ও ২০২৩ সালে কতজন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেছেন, বৈধ ও অবৈধ কর্মীর সংখ্যা কত এবং কতজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলেন সংসদ সদস্য হাসান করিম।
তার প্রশ্নের জবাবেই এসব তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
লিখিত জবাবে বলা হয়, ২০২২ সালে ৩০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন অস্থায়ী ওয়ার্ক পারমিট পাওয়া কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন তাদের নিয়োগকর্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত আট লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করছেন। যা মোট বিদেশি কর্মীর ৩৭ শতাংশ। এই সংখ্যা বাংলাদেশকে কম দক্ষ বিদেশি কর্মীর বৃহত্তম উৎস হিসেবে পরিচিত করেছে।