ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা জানাতে যুক্তরাষ্ট্রকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, একটি চিঠি দেওয়া হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আরেকটি চিঠি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর-এর উদ্দেশে বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া হবে।
পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এতে উপস্থিত ছিলেন চারজন উপদেষ্টা, চারজন ব্যবসায়ী প্রতিনিধি, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী), ১০ জন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিডার নির্বাহী চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা। বৈঠক শেষে উপদেষ্টা ও ব্যবসায়ী প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
চিঠিতে কী থাকবে— জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং সভায় অংশগ্রহণকারীরা মতামত দিয়েছেন। বাংলাদেশ সরকারের গৃহীত কর্মপরিকল্পনাগুলো ওই চিঠিতে উল্লেখ থাকবে।’
তিনি আরও বলেন, ‘চিঠিগুলোতে ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে। এতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ নিশ্চিতের পাশাপাশি দুই দেশ যেন সমানভাবে লাভবান হতে পারে, তা-ও নিশ্চিত করার চেষ্টা থাকবে।’
প্রেস সচিব আরও বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের এখনও অনেক সুযোগ রয়েছে।’