মার্কিন ট্রাম্প প্রশাসন দেশটির কংগ্রেসের সম্মতি ছাড়াই ইরানের হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকে এ হামলার নিন্দা জানান।
কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, ‘এটি সংবিধান এবং কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার “গুরুতর লঙ্ঘন।”
বিবিসি’র খবরে বলা হয়, তিনি এটিকে ‘সম্পূর্ণ এবং স্পষ্টভাবে অভিসংশন যোগ্য’ বলে অভিহিত করেন।
সমাজ মাধ্যম এক্স-এর পোস্টে তিনি বলেছেন, ‘তিনি (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) আবেগপ্রবণভাবে এমন একটি যুদ্ধ শুরু করার ঝুঁকি নিয়েছেন, যা আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে ফাঁদে পড়তে পারে।’
কংগ্রেসের আরেক সদস্য রাশিদা তালাইব এটিকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘স্পষ্ট লঙ্ঘন’ অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একইসাথে কংগ্রেসকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি।
‘মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ আমাদের কোথায় নিয়ে যায়, তা আমরা দেখেছি। সবকিছুই হচ্ছে মিথ্যার উপর ভিত্তি করে “গণবিধ্বংসী অস্ত্রের” ব্যবহারে’, বলেন তিনি।
কংগ্রেস সদস্য জিম ম্যাকগভর্ন ইতোমধ্যে একে “উন্মাদ পরিস্থিতি” বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প ইরানে বোমা হামলা চালিয়েছেন, অবৈধভাবে মধ্যপ্রাচ্যে আমাদের যুদ্ধে টেনে নিয়ে গেছেন। আমরা কি আমাদের শিক্ষা গ্রহণ করিনি?’