মাত্র ৮ কোটি আয়ের আশা!

টাইমস রিপোর্ট
1 Min Read
‘সিতারে জামিন পার’ সিনেমার পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বলিউডের বক্স অফিসে ট্রেন্ডসেটার বলা হয় আমির খানকে। তার অভিনীত ‘গজনি’, ‘থ্রি ইডিয়ট’, ‘পিকে’ বলিউডের প্রথম সিনেমা হিসেবে ১০০ কোটি, ২০০ কোটি ও ৩০০ কোটি আয়ের মাইলফলক অর্জন করেছিল। এমনকি তার ফ্লপ সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ প্রথমবারের মত বলিউডে ৫০ কোটি টাকা ওপেনিং দিয়েছিল। সে আমির খানের ‘সিতারে জামিন পার’-এর প্রথম দিনের আয় প্রত্যাশা করা হচ্ছে মাত্র ৮ কোটি টাকা।

শুক্রবার আমির খানের সিনেমাটি ৩ হাজারের বেশি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। বুক মাই শো অ্যাপে সিনেমাটির অগ্রিম বুকিংয়ের পরিমাণও অনেকটাই হতাশাজনক। মাত্র ৫ হাজার টিকেট বুকিং হয়েছে। শুধু ভারতেই না, দেশটির গণমাধ্যম পিঙ্কভিলা জানাচ্ছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার মত বলিউড সিনেমার মার্কেটেও অগ্রিম টিকেট বিক্রির পরিমাণ ১ হাজারটি।

অন্য গণমাধ্যম কইময় ডটকম বলছে, সিনেমাটির যে গল্প তাতে এধরনের ওপেনিং নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আমির খানের এ সিনেমাটির বক্স অফিসে আয় বাড়বে দর্শকদের ‘ওয়ার্ড অব মাউথ’ মার্কেটিংয়ের মাধ্যমে।

পত্রিকাটি আরও বলছে, যেহেতু এ সিনেমার মূল প্রাণ এর গল্প। তাই দর্শকদের গল্প পছন্দ হলে সিনেমাটি বক্স অফিসে ভালো করবে।

এ সিনেমাটি আমির খানের ‘তারে জামিন পার’-এর একটি স্পিরিচুয়াল রিমেক। এতে আমিরের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *