উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক হতাহতের ঘটনার পর সামগ্রিক পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
এ প্রেক্ষাপটে বুধবার বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ বিমান বাহিনী সবসময় দেশের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ বজায় রাখবে।’
সভায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম, উপাধ্যক্ষ এবং আট সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন এবং ১৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।