মস্কো বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলা, বিমান চলাচল বন্ধ

টাইমস রিপোর্ট
2 Min Read
রাশিয়ার মস্কো বিমানবন্দরে অবতরণের পর একটি বিমানকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ফাইল ফটো: পিক্সবে
Highlights
  • বৃহস্পতিবার ভোরে রুশ কর্মকর্তারা হামলায় অন্তত একজন নিহত এবং বিমান চলাচল সাময়িকভাবে বাধাগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

রাশিয়ার মস্কো বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। হামলায় অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর জানা গেছে।

মস্কো টাইমসের অনলাইন সংস্করণে জানানো হয়, টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেন এই বড় ধরনের ড্রোন হামলা চালালো।

বৃহস্পতিবার ভোরে রুশ কর্মকর্তারা হামলায় অন্তত একজন নিহত এবং বিমান চলাচল সাময়িকভাবে বাধাগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া জানিয়েছে, ড্রোন হুমকির কারণে মস্কোর চারটি প্রধান বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে মস্কো শহরে কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।

আক্রান্ত অন্তত দুটি অঞ্চলে মোবাইল ইন্টারনেট সীমিত করে দেওয়া হয়, যা এই সপ্তাহের আগের ড্রোন হামলাতেও দেখা গেছে।

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রিয়ানস্ক অঞ্চলের কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী কামেনস্কি খুতোর গ্রামে একটি ‘সুনর্দিষ্ট হামলায়’ এক বেসামরিক ব্যক্তি নিহত ও আরেকজন আহত হয়েছেন। এই গ্রামটি ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলের কাছাকাছি।

এছাড়া পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলে একটি ড্রোন হামলায় স্থানীয় এক কর্মকর্তা কোমরে ও হাতে আঘাত পান। তুলা অঞ্চলেও দুই বেসামরিক ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন দাবি করেছেন, রাতভর এবং বৃহস্পতিবার সকালে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানী লক্ষ্য করে ছোড়া ৪০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে। একদিন আগেও প্রায় তিন ডজন ড্রোন মস্কোর দিকে ছোঁড়া হয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বুধবার রাতে তারা মস্কোসহ ১০টি অঞ্চলে ইউক্রেনের ছোড়া ১০৫টি ড্রোন ভূপাতিত করেছে। একদিন আগের রাতে ভূপাতিত করা হয় ১৫৯টি ড্রোন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *