মব তৈরির জন্য সরকার দায়ী: খেলাফত মজলিস

টাইমস রিপোর্ট
2 Min Read
বায়তুল মোকাররম মসজিদের গেটে বাংলাদেশ খেলাফত মজলিস সমাবেশ করে। ছবি: টাইমস

বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের সরকার গ্রেপ্তার করতে পারে নাই, তাই জনগণ তাদের আটক করে আইনের হাতে তুলে দিচ্ছে। যদি সরকার তাদের আগেই গ্রেপ্তার করতে পারত তাহলে ‘মব’ তৈরি হতো না।

শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে জুমার পর বাংলাদেশ খেলাফত মজলিস সমাবেশ করে। মুসলিম ভূখণ্ডে ইসরাঈলী আগ্রাসনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের প্রধান অতিথি মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, ‘‘খেলাফতে মজলিস ‘মব’কে অস্বীকার করে, আমরা সমর্থন করি না। তবে এই মব জাস্টিসের জন্য আমাদের সরকারও দায়ী। সরকার ও প্রশাসন সঠিক দায়িত্ব পালন করলে এই মব জাস্টিস তৈরি হতো না।’’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের জন্য ভাতা নির্ধারণ করেছে। একইভাবে ২০১৩ সালের শাপলা চত্ত্বরে আহত-নিহতদের পরিবারদের সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে।’

দেশের স্বাধীনতা, ইসলাম ও মানুষের কল্যাণের জন্য আগামী নির্বাচনে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ হতে হবে বলে অভিমত দেন জালালুদ্দিন।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ‘ইরানের পাল্টা জবাবে ইসরাইল কুপোকাত হয়েছে। মুসলমানরা যদি পাল্টা হামলা করে ইসরাইলদের রুখে দাঁড়াবার ক্ষমতা থাকে না।’

‘ভারতকে তেল মেরের ক্ষমতায় আসতে চায় একটি দল। ইসরাইলকে যেভাবে ইরান শিক্ষা দিয়েছে, আমরাও ভারতকে প্রয়োজনে শিক্ষা দিব।’

সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল্লাহ হাদী, ঢাকা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশের পর বায়তুল মোকারমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *