ভৌতিক ছবিতে সিয়াম আহমেদ

টাইমস রিপোর্ট
2 Min Read
সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

ছোটপর্দায় বেশ ভালো ক্যারিয়ার ছিল সিয়াম আহমেদের। তখনই রায়হান রাফী তাকে অফার করে ‘পোড়ামন ২’-এ অভিনয়ের। ছবিটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। রাতারাতি সিয়াম পরিণত হন জনপ্রিয় চিত্রনায়কে। এ নায়ক-পরিচালক জুটি এরপর ‘দহন’, ‘দামাল’সহ আরও কিছু কাজ করেন। মাঝে রাফী ব্যস্ত হয়ে পড়েন আফরান নিশো ও শাকিব খানকে নিয়ে। তখন অনেকে ধরে নিয়েছিলেন এ দুজন বুঝি আর একসঙ্গে কাজ করবেন না। তবে সব গুঞ্জনকে পিছনে পেলে দুজনকে আবার এক ছবিতে দেখা যাবে।

সিয়াম আহমেদ রায়হান রাফীর পরিচালনায় ‘আন্ধার’ ছবিতে অভিনয় করবেন। ছবিটিতে সম্প্রতিতে সিয়াম চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরই ছবিটির অন্যান্য শিল্পীর নাম ঘোষণা করা হবে।

কদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘তাণ্ডব’-এ অ্যাকশন পর্ব সেরে এবার ভৌতিক গল্পের ছবি বানাবেন রাফী। নাম উঠে আসে ‘সেয়ানা’। যদিও নাম পরিবর্তন হয়েছে ‘আন্ধার’। এটির প্রযোজনায়ও যুক্ত আছেন শাকিব চৌধুরী। এ ছাড়া প্রযোজনা করছেন সারাহ আলী ও আদনান আদিব খান।

ব্যান্ড তারকা হিসেবে পরিচিতি সাইদুস সালেহীন সুমন ও শাকিব চৌধুরীর। একজন ‘অর্থহীন’ ব্যান্ডের প্রধান মুখ, দ্বিতীয়জন ‘ক্রিপটিক ফেইট’-এর। গানের বাইরে চলচ্চিত্র নিয়ে তাদের রয়েছে বিপুল আগ্রহ। তবে ভৌতিক গল্পের প্রতি আছে আলাদা টান। ভূতের খোঁজে দেশের বহু অঞ্চল ঘুরেছেন তারা। নিজেরা যেমন শুনেছেন, তেমনি রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’-এর মাধ্যমে মানুষকেও শুনিয়েছেন ভূতের গল্প। এবার তাদের লেখা ভূতের গল্প উঠে আসবে চলচ্চিত্রে।

ছবিটির নির্বাহী প্রযোজক সাব্বির আহমেদ সোহাগের দাবি, ‘আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটে নির্মিত হবে এই ছবি।’ তবে বাজেটের অঙ্ক প্রকাশ করেননি তিনি।
জানা গেছে, ছবিটি মূলত আফরান নিশোকে নিয়ে করতে চেয়েছিলেন রাফী। তবে কিছুদিন আগে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে নিশোর। এ কারণে আপাতত শুটিং করতে পারছেন না তিনি। তাই সিয়ামকে নিয়েই এগোচ্ছেন রাফী। ছবিতে দেখা যেতে পারে চঞ্চল চৌধুরীকেও।

সিয়াম আহমেদ আরও একটি ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন। ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সেটি নির্মিত হবে। যেটিতে সিয়ামের বিপরীতে থাকার কথা রয়েছে ছবিটি আগামী বছরের রোজা ঈদকে টার্গেট করে বানানো হবে। তবে ‘আন্ধার’ কোন সময়ের জন্য বানানো হবে কিংবা কবে শুটিং হবে এ বিষয়ে তেমন কিছু জানা যায়নি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *