পাহেলগাম ট্রাজেডিতে কাশ্মীরের পত্রিকাগুলো বুধবার (২৩ এপ্রিল) তাদের প্রথম পৃষ্ঠায় কালো জমিনে ছেপেছে। শোক ও প্রতিবাদ জানাতে প্রতিটি পত্রিকাই ব্যবহার করেছে সাদা বা লাল রঙের শক্তিশালী শিরোনাম—যা কাশ্মীরি জনসাধারণ ও সংবাদমাধ্যমের সম্মিলিত চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ত্রাসী ওই হামলায় এ পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন পর্যটক।
প্রধান ইংরেজি ও উর্দু দৈনিক ‘গ্রেটার কাশ্মির’, ‘রাইজিং কাশ্মির’, ‘কাশ্মির উজমা, ‘আফতাব’ ইত্যাদি পত্রিকা তাদের নিত্যদিনের আঙ্গিক পরিবর্তন করে যেন জানান দিতে চেয়েছে যে, কাশ্মীর এখন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি। সেখানে দিনের পর দিন সহিংসতা ফেলছে বিষাদের ছায়া।
‘গ্রেটার কাশ্মির’ পত্রিকা প্রথম পৃষ্ঠায় ব্যানার শিরোনাম করেছে কালো পটভূমিতে লাল ও সাদা হরফে– ভয়াবহ: কাশ্মীর পুড়ে ছাই, কাশ্মীরিরা শোকাহত! সাবহেডে লেখা হয়েছে: পাহেলগামে ভয়াবহ হামলায় নিহত ২৬।
তাদের সম্পাদকীয়তে লেখা হয়, ‘এই হত্যাকাণ্ড শুধু নিরীহ প্রাণের ওপর আঘাত নয়, বরং কাশ্মীরের পরিচয়, পর্যটন, অর্থনীতি ও শান্তির ওপর সরাসরি আঘাত।’
পত্রিকাগুলো বলছে, কেবল পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে বেড়ানো যায়, এমন পর্যটন কেন্দ্রে সন্ত্রাসীরা আঘাত হেনেছে। এ বিষয়টি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা বাহিনীগুলোর সমন্বয় জোরদারে তাগিদ দেয়। সন্ত্রাস মোকাবিলায় কড়া নজরদারি, স্থানীয় অংশগ্রহণ এবং সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলা এখন সময়ের দাবি।
‘কাশ্মীরিরা বহুদিন ধরেই সহিংসতা সহ্য করছে, কিন্তু তাদের মনোবল এখনও অটুট। এই হামলা আমাদের আরও ঐক্যবদ্ধ করবে’– এমন দৃপ্ত মতও প্রকাশ করেছে সংবাদপত্রগুলো।