ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তার দাবি, এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ তাদের কাছে রয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তারার এক্স পোস্টে লেখেন, ‘ভারত পহেলগামের সাম্প্রতিক হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। আমাদের কাছে এই সম্পর্কিত নিশ্চিত গোয়েন্দা তথ্য রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো ধরনের আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। এ ধরনের হামলা এই অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে এবং তার জন্য পুরোপুরি দায়ী থাকবে ভারত।’
সম্প্রতি ভারতের কাশ্মীর অঞ্চলের পর্যটন কেন্দ্র পাহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহত হন। ভারতের অভিযোগ, এ ঘটনায় পাকিস্তানের জঙ্গি সংযোগ রয়েছে। তবে পাকিস্তান তা জোরালোভাবে অস্বীকার করেছে।
দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই পাকিস্তানি তথ্যমন্ত্রী ওই মন্তব্য করলেন। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও বলেন, ‘ভারতের হামলা আসন্ন।’ তার হুঁশিয়ারি, ‘পারমাণবিক অস্ত্র কেবল অস্তিত্বের হুমকির মুখে ব্যবহার করা হবে।’
পাহেলগাম হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযুক্তদের কঠিন শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।
ভারত ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করার জেরে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। দৃশ্যত দুই পরমাণু শক্তিধর প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্ক আরও হয়ে উঠেছে সংকটপূর্ণ।