ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ‘ব্রেকিং নিউজে’ জানায় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ট্রাম্প লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
তিনি আরও জানান, ‘দুই দেশ একে অপরের সামরিক স্থাপনায় হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তে পৌঁছায়।‘
ট্রাম্প উভয় দেশকে ‘সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা’ প্রদর্শনের জন্য অভিনন্দন জানান।
তবে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দেখালেও দেশ দু’টির প্রধান সারির গণমাধ্যম শীর্ষ সংবাদ হিসেবে গুরুত্বসহ খবরটি প্রচার করছে।
গত কয়েকদিনে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপনাস্ত্র ও বিমান হামলা চরমে পৌঁছায়, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করে।
এ পরিস্থিতিতে যুদ্ধবিরতির খবর প্রধানত দক্ষিণ এশিয়ায় শান্তির বার্তা বহন করে।