ইসরায়েল ও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার প্রতিবাদ করেছে কাতার সরকার। দেশ যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলার ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানিয়েছে।
বিবিসির ব্রেকিং নিউজে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সমাজ মাধ্যম এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেন, ‘আমরা এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছি।’
তিনি জানান, হামলার আগে ঘাঁটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আল-আনসারি বলেন, ‘ঘাঁটির সকল ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার মধ্যে কাতারের সশস্ত্র বাহিনীর সদস্য, মিত্র বাহিনীর সদস্য ও অন্যান্যরা অন্তর্ভুক্ত।’
তিনি নিশ্চিত করেন, এই হামলায় কারো মৃত্যু বা আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
কাতার আরও জানিয়েছে, এই ‘দৃশ্যমান আগ্রাসনের’ বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং ঘটনার মাত্রা অনুযায়ী উপযুক্ত জবাব দেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।
বিমানঘাঁটি আল-উদেইদ কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা, যেখানে হাজার হাজার মার্কিন ও মিত্রবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
এই হামলাটি এমন এক সময় হলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আরও ঘনীভূত হচ্ছে।