অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর

টাইমস রিপোর্ট
1 Min Read
জাতীয় রাজস্ব ভবন (এনবিআর)। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৩ আগস্ট) জারি করা এক বিশেষ আদেশে ২০২৫২৬ করবর্ষের জন্য এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। এ চার শ্রেণির করদাতারা চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন, তবে তা তাদের জন্য বাধ্যতামূলক নয়।

আদেশে বলা হয়, এর আগে কেউ যদি চলতি অর্থবছরের ১ জুলাই থেকে কাগুজে রিটার্ন জমা দিয়ে থাকেন, তবে তা গ্রহণযোগ্য হবে।

এ ছাড়া যেসব স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে অক্ষম, তারা ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে কারণ জানিয়ে আবেদন করতে পারবেন। পরে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তাদের কাগুজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪২৫ অর্থবছরে ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। এ পর্যন্ত দেশে ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ইটিআইএন) রয়েছে প্রায় ১ কোটি ১২ লাখ। এর আগের অর্থবছরে অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *