বেড়িবাঁধ নির্মাণের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

টাইমস ন্যাশনাল
1 Min Read
রোববার দুপুরে উপজেলার ঢেউটুকোন বাজারে চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী, নয়াপাড়া ও গন্ডাবেড় গ্রামবাসী এই মানববন্ধনে অংশ নেন। ছবি:টাইমস

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় বেড়িবাঁধ ও সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া থেকে ঢেউটুকোন বাজার পর্যন্ত সড়ক নির্মাণের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

রোববার দুপুরে উপজেলার ঢেউটুকোন বাজারে চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী, নয়াপাড়া ও গন্ডাবেড় গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী,নয়াপাড়া ও গন্ডা বেড় গ্রামের লোকজন দীর্ঘদিন যাবৎ চরম দুর্ভোগের মধ্যে বসবাস করছেন। অবিলম্বের তারা সড়ক ও বেড়িবাঁধ নির্মাণ করতে সরকারকে আহ্বান জানান।

কংশ নদের অব্যাহত ভাঙ্গনের ফলে নদের তীরবর্তী নগুয়া থেকে ঢেউটুকোন বাজার পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযুক্ত।

এলাকাবাসীর অভিযোগ, এ অঞ্চলের লোকজন তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে না পারায় ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। বর্ষাকালে ছেলে-মেয়েরা স্কুল মাদরাসায় যেতে পারছে না। চিকিৎসা সেবা গ্রহণ করতেও বেগ পেতে হচ্ছে এলাকাবাসীর।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *