বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো পার্থর স্ত্রীকে

টাইমস রিপোর্ট
2 Min Read
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। উইকি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে। বিমানবন্দর পুলিশ জানিয়েছে, দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিজি-৩২২ ) যাত্রার চেষ্টা করলে ইমিগ্রেশন কাউন্টারেই থামিয়ে দেওয়া হয় তাকে।

পুলিশ জানিয়েছে, শেখ শাইরা শারমিন সরাসরি রাজনীতিতে জড়িত না থাকলেও স্বামী এবং বাবার সূত্রে রাজনৈতিক পরিবারের সদস‍্য তিনি।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা, খুলনার সাবেক এমপি শেখ হেলাল উদ্দীনের মেয়ে শারমিন। তার ভাই শেখ তন্ময় বাগেরহাট-২ আসনে এবং চাচা শেখ জুয়েল ছিলেন খুলনার একটি আসনের সাবেক সংসদ সদস‍্য। জুলাই অভ্যুত্থানের পর তারা প্রত‍্যেকেই শেখ হাসিনার সাথে দেশ ছেড়ে পালিয়েছেন।

আওয়ামী পরিবারেরর সন্তান হলেও শারমিনের স্বামী আন্দালিব রহমান পার্থ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দলের প্রধান।

শারমিনের বিদেশ যাত্রার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা, তা এখনো স্পষ্ট নয়। তবে বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগ থেকে মৌখিকভাবে জানানো হয় যে ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

৮ মে গভীর রাতে সাবেক রাষ্ট্রপতি ও জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি আব্দুল হামিদ ব্যাংকক ফ্লাইটে দেশত্যাগ করলে এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। বিতর্কের মুখে কয়েক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

এ প্রেক্ষাপটে বিমানবন্দর থেকে ফিরে এলেন শারমিন।

ভিন্ন একটি সূত্র জানিয়েছে, বিগত সরকারের সময়ের একাধিক সাবেক ক্ষমতাশালী পরিবার ও ব্যক্তি নজরদারিতে রয়েছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *