ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশের মুখে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার সকালের এ ঘটনায় ঢাকামুখী ট্রেন চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি। লাইনচ্যুত বগি সরিয়ে নিতে কাজ চলছে।
তিনি আরও জানান, ওই ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের তারাকান্দি পর্যন্ত চলাচল করে। সকালে দুর্ঘটনার পর কমলাপুর থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। এতে ঢাকামুখী ট্রেনগুলোর বিমানবন্দর স্টেশনে ঢুকতে সমস্যা হচ্ছে। তবে ঢাকার ভেতর থেকে ট্রেন বের হওয়ার লাইন সচল রয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে কমলাপুর থেকে পূর্ব ও পশ্চিমাঞ্চলের কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু লাইনচ্যুতের ঘটনায় তা সম্ভব হয়নি। দীর্ঘ সময় যাত্রীদের অপেক্ষা করতে হতে পারে। অপরদিকে, ঠিক সময় ট্রেন না ছাড়ায় যাত্রীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।