বিপিএলে যুক্ত হচ্ছে আরো ২ ভেন্যু

টাইমস স্পোর্টস
2 Min Read
চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াতে পারে বিপিএলের আগামী আসর। ফাইল ছবি।

ক্রিকেটের উন্মাদনা আরো ছড়িয়ে দিতে, গেল কয়েক মাস ধরেই বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিপিএল)। বিশেষত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জনপ্রিয়তা বাড়াতে নতুন ভেন্যুর কথাও আলোচনায় এসেছে নিয়মিতই। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বিপিএলের আগামী আসরে যুক্ত হচ্ছে আরো দুটি ভেন্যু।

১০ আগস্ট নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত ১০ আসরে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের তিনটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে আসন্ন আসরে এই ৩ ভেন্যুর বাইরে আরও দুটি ভেন্যুতে খেলা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে উত্তরবঙ্গ থেকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গ থেকে বরিশাল ও খুলনা স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে।’

রাজশাহীর সাথে বগুড়া, খুলনা এবং বরিশালের মতো ভেন্যু আপাতত বিসিবির বিবেচনায় আছে। এই চার ভেন্যুর দুটি খুলনা ও বগুড়াতে হয়েছে আন্তর্জাতিক ম্যাচও। যদিও দীর্ঘদিন জাতীয় দলের খেলা না হলেও বয়সভিত্তিক দল, হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) নিয়মিতই ম্যাচ খেলে থাকে এসব ভেন্যুতে।

বিপিএলের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিন ভেন্যু মিলিয়ে। অবশ্য গেল দশ বছর ধরে এই তিন মাঠেই দেখা গেছে বিপিএলের সব ম্যাচ। এর আগে একবারই এই তিন মাঠের বাইরে বিপিএল আয়োজিত হয়েছিল ২০১৩ সালে। সেবারের আসরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম (সাবেক এম.এ আজিজ স্টেডিয়ায়) ও খুনলা বিভাগীয় স্টেডিয়ামে (সাবেক শেখ আবু নাসের স্টেডিয়াম) হয়েছিল বেশ কিছু ম্যাচ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *