বিনিয়োগে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর তৃতীয় দিনে বুধবার (৯ এপ্রিল) তিনি বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। প্রধান উপদেষ্টা এ দিন সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—দেশি বিনিয়োগকারী ক্যাটাগরিতে ওয়ালটন, বিদেশি বিনিয়োগকারীতে বিকাশ, এবং অন্য দুই ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস।
এছাড়া, সম্মেলনের বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ সোমবার (৭ এপ্রিল) থেকে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়েছে। সম্মেলনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা প্রদর্শন এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করা।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিচ্ছেন।