তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ জুলাই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। ২০ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই দলের ফিরতি লড়াই। কিন্তু এখনো বিক্রি হয়নি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্প্রচারস্বত্ত্ব। এই সিরিজ সম্প্রচারে আগ্রহী হয়নি কোনো টেলিভিশন চ্যানেল।
গত ১২ জুন পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রির দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দাম হাঁকা হয় চার কোটি টাকা। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সিকিউরিটি মানি জমা দেয়ার শেষ সময় ছিল ০৮ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টা।
বিসিবি সূত্রে জানা যায় সেই দরপত্র অনুযায়ী কোনো স্থানীয় টেলিভিশন চ্যানেলই টাকা জমা দেয়নি, এক কথায় এই সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি কেউ। এই অনাগ্রহের নেপথ্যে সিকিউরিটি মানি ডিপোজিটের পরিমাণকেই দায়ী করছেন বিসিবি সংশ্লিষ্ট সেই সূত্র। অবশ্য বাংলাদেশের ম্যাচ দেখানো নিয়ে চ্যানেলগুলোর অনাগ্রহ এবারই প্রথম নয়। এর আগে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজও সম্প্রচারের জন্য আগ্রহ দেখায়নি কোনো চ্যানেল। পরবর্তীতে সরকারি চ্যানেল বিটিভিতে দেখানো হয় টেস্ট সিরিজ।
পাকিস্তান সিরিজের বাইরে ২০২৭ সালের ১৫ জুন পর্যন্ত বাংলাদেশের আসন্ন সব হোম সিরিজের সম্প্রচার স্বত্ত্বে বিক্রির জন্যও আলাদা করে দরপত্র চেয়েছে বিসিবি। যা জমা দেয়ার শেষ সময় আগামী ২১ আগস্ট। সিকিউরিটি মানি জমার শেষ দিন ২৪ আগস্ট ও এরপর নিলাম প্রক্রিয়া শুরুর দিন ২৫ আগস্ট নির্ধারিত হয়েছে।