বিএনপির সমাবেশে অপু বিশ্বাস

টাইমস রিপোর্ট
2 Min Read
বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

নায়িকা অপু বিশ্বাস রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায়। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং দলটির হয়ে একাধিকবার নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছিলেন। তবে এবার ভিন্ন আবহ—বিএনপির এক অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচনায় এলেন তিনি।

গতকাল (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হন অপু বিশ্বাস। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। সেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে নিরব-অপু অংশ নেন। তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে বিপুল জনতা অনুষ্ঠানস্থলে ভিড় করেন।

অনুষ্ঠানে বক্তব্যও রাখেন অপু বিশ্বাস। তিনি বলেন, “ঢাকা থেকে সাত ঘণ্টার ভ্রমণ শেষে এখানে এসেছি কেবল আপনাদের সঙ্গে দেখা করতে ও কথা বলতে। আমি একজন শিল্পী, এটাই আমার বড় পরিচয়। সেই পরিচয়ে পেয়েছি দর্শকের ভালোবাসা। আপনাদের কাছাকাছি আসার টানও সেই কারণেই। শুনেছি দুপুর থেকে রোদে বসে আছেন—এটা নিঃসন্দেহে ভালোবাসার বহিঃপ্রকাশ।”

নিজের জন্মস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমি বগুড়ার মেয়ে। রাজবাড়ীতে আসা হয়েছিল, তবে খোকসায় এবারই প্রথম। এজন্য রিপন ভাইকে ধন্যবাদ, যিনি আমাকে এখানে এনেছেন। তিনি আপনাদের সেবা করতে চান। আমি বিশ্বাস করি, যে মানুষ মানুষের চাওয়া-পাওয়ার মর্যাদা দেয়, তার চেয়ে বড় হৃদয়ের মানুষ আর হয় না। আপনারা তাকে যে সমর্থন দিয়ে যাচ্ছেন, তিনি যেন সেই লক্ষ্য পূরণ করতে পারেন—এটাই আমার কামনা। একই সঙ্গে চাই, আপনারা বাংলা চলচ্চিত্রের সঙ্গেও থাকবেন।”

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *