বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কোনো গুন্ডা-পান্ডা, জায়গা দখলকারী, চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসী লুটেরা যেন দলটিতে (বিএনপি) যুযোগ না পায়।
তিনি বলেন, ‘সমাজের ভালো ও সৎ মানুষদের বিএনপির সদস্য করতে হবে। ‘শিক্ষক, উকিল, চাকরিজীবী, পোশাক শ্রমিকসহ যাদের সমাজে সুনাম রয়েছে, তাদের দলে নিতে হবে। কোনো চাঁদাবাজ, দখলবাজ কিংবা যাদের দেখে মেয়েরা ভয় পায়, তাদের সদস্য করা যাবে না।’
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী এক কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে কর্মসূচি শুরু করেছে বিএনপি। তবে এর ফাঁক-ফোকর দিয়ে কিছু দুষ্কৃতকারী ঢুকে পড়তে পারে সতর্ক করে তিনি নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
তিনি হুঁশিয়ার করে বলেন, ‘কোনো সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ বা আওয়ামী লীগের দোসর বিএনপিতে যেন ঠাঁই না পায়।’
দেশের নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রসঙ্গে রিজভী বলেন, ‘হঠাৎ করে কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে। জনগণ এ পদ্ধতির সঙ্গে পরিচিত নয়।’
‘পিআর কী জনগণ বলতে পারবে? এটা কি নারিকেল তেলের মতো মাথায় দেয়?’, প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরও কেউ কেউ এ দাবি করছে। এ পদ্ধতিতে ভোটাররা প্রার্থী নয়, দলকে বেছে নিলে দলগুলো কর্তৃত্ববাদী হয়ে পড়বে। বিতর্কিত ও অর্থবিত্তশালী ব্যক্তিরা সহজেই এমপি হয়ে যেতে পারবেন। অথচ স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ চিনবে না। যে ভোটাধিকারের জন্য এত সংগ্রাম ও রক্ত গেল তা নিয়ে কেন এত লুকোচুরি?’
প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এ দেশে আইনের শাসন থাকবে, মানুষ ভয়-ভীতির বাইরে স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে।’
এ সময় ‘২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সাহসী শহীদ ও আহত জুলাই যোদ্ধাদেরও স্মরণ করেন রুহুল কবির রিজভী।