রাজধানীর বনানীর জাকারিয়া রেস্তোরাঁ ও বারে ভিআইপি কক্ষ না দেওয়ায় ক্ষুব্ধ এক যুবদল নেতার অনুসারীরা ভাঙচুর ও নারী অতিথিদের হেনস্তা করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে রাজধানীর মহাখালী এলাকা থেকে সালাউদ্দিন মনির নামে একজনকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। অভিযোগ আছে, মনির ওইদিনের হামলা ও ভাঙচুরের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
বিকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি টাইমস অব বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।
এ ঘটনায় বনানী থানা যুবদল আহ্বায়ক মনির হোসেন খানের বিরুদ্ধে মামলা করেছে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃপক্ষ। বুধবার করা মামলায় যুবদল নেতা মনির (৪২) এবং তার সহযোগী লিটন (৩০), হাসান (৩৫), সামু (৩২) ও জহিরকে (৩০) আসামি করার পাশাপাশি নাম-পরিচয় না দিয়ে আরও কয়েকজনকে আসামিকে করা হয়েছে।
পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কার্যক্রমের অভিযোগে যুবদল থেকে বহিষ্কার করা হয় মনিরকে।
বনানী থানায় করা লিখিত অভিযোগে হোটেলটির ম্যানেজার আবু বক্কর সিদ্দিক উল্লেখ করেন, ৩০ জুন রাত ৮টা ৫ মিনিটে মনির হোসেন রেস্টুরেন্টে এসে ভিআইপি রুম চাইলেও খালি না থাকায় তা দেওয়া সম্ভব হয়নি। পরে তিনি সাধারণ টেবিলে বসে খাবার ও পানীয় অর্ডার করেন এবং নিজেকে স্থানীয় যুবদল নেতা দাবি করে ডিসকাউন্ট দাবি করেন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ডিসকাউন্ট দিলেও যাওয়ার সময় তিনি ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে যান।
এরপর রাত ৮টা ৪০ মিনিটে লিটন নামের এক ব্যক্তি ২০-২৫ জন সঙ্গী নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করেন। তিনি নিজেকে মনিরের লোক পরিচয় দিয়ে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলাকারীরা কর্মীদের হুমকি দিয়ে বলেন, বিষয়টি পুলিশকে জানালে আবারও হামলা হবে। এ সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয় বলে তারা জানান।